এবারেও কি বামের ভোট রামে ?


 

 

 


দুটি পর্বের ভোট হয়ে গিয়েছে | সামনে তৃতীয় ও চতুর্থ দফার ভোট, পশ্চিমবঙ্গের ভোট নিরিখে ভোট প্রদান স্বাভাবিক | তবে মহিলাদের ভোট দেওয়ার উৎসাহ প্রবল | লোকসভায় যে ভাবে মস্ত বড় আসন নিয়ে চমক দিয়েছিল বিজেপি এবারেও কি সেই পথে? উত্তর মিলবে ২ মে | কিন্তু সবার মুখে একটিই প্রশ্ন বামেদের ভোট কি বামেরাই পাবে নাকি ফের তা বিজেপির বাক্সে ঢুকবে | যদি বিজেপির বাক্সে ঢোকে তবে অনেকটাই নিশ্চিন্ত টীম মোদি কিন্তু অদ্ভুত একটা নীরবতা মানুষের মধ্যে | ওপিনিয়ন পোল বা এক্সিট পোলের উপর ভরসা করা যায় কি ?
বহু বছর বাদে পুরাতনী একঘেয়ে পক্ক কেশের জায়গায় স্থান নিয়েছে তরুণ প্রজন্মের যুব মহল এবং এরা ঘরে ঘরে গিয়ে প্রচার সারছে | কিন্তু সেই প্রচারে লাভ হচ্ছে কিছু ? সমস্যা অন্য জায়গায় ১৯৯৬ এর পর অনিল বিশ্বাস প্রমুখদের হাতে পার্টি চলে যাবার পর ' কি পাবো " মানসিকতাই চলে গিয়েছিলো তৎকালীন নব্য বামেরা | আজ তাঁদের অনেকেই মধ্যে বয়সে | ২০০৬ এর নির্বাচনে জেতার পর বাম তথা সিপিএম আর নতুন করে ছাত্র যৌবনের দিকে তাকায় নি|

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post