সকাল সকাল নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু অধিকারী



 

 


আজ নন্দীগ্রামে হাইভোল্টেজ দিন। সকাল থেকেই কিছুটা উত্তপ্ত নন্দীগ্রাম। তারই মাঝে সকাল সকাল ভোট দিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। এবারের একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। এই কেন্দ্র তিনি এবার প্রথমবার ভোট দিলেন।  সকালবেলায় তিনি দেরি না করেই বেরিয়ে পড়লেন ভোট দিতে। যদিও ভোট দিতে তিনি বেরোন নিজের কাঁথির  বাড়ির থেকেই।এরপর কালো স্করপিও গাড়ি করে ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন. যদিও ভোটকেন্দ্রে তিনি তার গাড়ি নিয়ে যাননি। ভোটকেন্দ্রের আগেই একটি পেট্রল পাম্পের কাছে নিজের গাড়ি রেখে বাইকে চেপেই তিনি পৌঁছলেন ভোটকেন্দ্রে। এরপর নন্দনায়েক প্রাথমিক স্কুলে পৌঁছলেন। সেখানে ইতিমধ্যেই সাধারণ মানুষ লাইন দিয়ে আছে ভোট দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী নিজে ও  ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ালেন। অবশ্য অনেক আম জনতা তাকে ভোট দিতে এগিয়ে দিলো।  এরপর শুভেন্দু অধিকারী ভোট দিয়ে নিজে বাইরে বেরিয়ে ভিকট্রি দেখালেন। এছাড়াও সাধারণ অমানুষের সাথে কথা বললেন।যাতে তাদের ভোট দিতে সমস্যা না হয় সেইদিকটা ও তার নজরে ছিল। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post