নন্দীগ্রামে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, রিপোর্ট চাইল কমিশন

ভোটের দিন সকালেই নন্দীগ্রামে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। আর সেটা ঘিরেই উত্তেজনা ছড়াল ভেকুটিয়া অঞ্চলে। বিজেপির অভিযোগ, তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি মিঠুন চক্রবর্তীর রোড শো-তে অংশগ্রহন করার পর তাঁকে নানাভাবে হেনস্থাও করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকেই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের নেতারা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের ভেকুটিয়ায় উদয় দূবে নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সকালে। নিজের ঘরেই গলায় ফাঁস দেওয়া দেহ দেখতে পান তাঁর স্ত্রী। এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা। মৃত বিজেপি কর্মীর বাড়িতে নন্দীগ্রাম থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা। তবে ঠিক কী কারণে এই মৃত্যু সেটা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তাঁর ঘরের দরজা খোলাই ছিল। ফলে রহস্য আরও বেড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.