ভারতের নজরে নন্দীগ্রামে ভোট আজ

 


 


বৃহস্পতিবার অর্থাৎ আজ নন্দীগ্রামে হাইভোল্টেজ দিন।  শেষমেষ অপেক্ষার অবসান। আজ দ্বিতীয় দফার নিৰ্বাচন। মূলত ৮ জেলায় ৩০ টি আসনে ভোট. সকাল থেকেই চলছে ভোটগ্রহনপর্ব। যদিও এই ৪ জেলাতে ভোট হলেও উত্তপ্ত বাড়াচ্ছে নন্দীগ্রাম। সকাল থেকেই আজ কিন্তু তাকিয়ে সাধারণ মানুস নন্দীগ্রামের দিকে। একদিকে মমমতা অন্যদিকে শুভেন্দু দুই যুযুধান আজ লড়ায়ের ময়দানে। আজ দুই প্রতিপক্ষই সকাল থেকে বিভিন্ন জায়গায় চোষে বেড়াচ্ছে। ভোটের নিরাপত্তার তাগিদে। যদিও অন্যান্য তারকা প্রার্থী থাকলেও লড়াইটা আজ মমতা ও শুভেন্দুর। নন্দীগ্রাম খানিকটা উত্তপ্ত হলেও পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এলাকাবাসীরা সকাল থেকেই ভোট দিচ্ছেন। কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা যথেষ্ট। শেষ হাসি আগামী ২ মে কে হাসে তাই এখন দেখার অধীর আগ্রহে গোটা বাংলা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.