মোদির ফোনের পরই হরিদ্বারে কুম্ভমেলায় ইতি টানল জুনা আখড়া

হরিদ্বারে কুম্ভমেলায় এবার রেকর্ড সমাবেশ হয়েছিল। ক্রমাগত বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যেই প্রায় সাড়ে ৪৮ লাখ ভক্তের সমাবেশ নিয়ে বিশ্বজুড়েই সমালোচনার ঝড় উঠেছিল। অবশেষে আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালেই তিনি মেলার আয়োজক জুনা আখড়ার প্রধান স্বামী অভদেশ্যানন্দের সঙ্গে ফোনে কথা বলেন। এরপরই বড়সড় সিদ্ধান্ত নিল জুনা আখড়া। হিন্দিতে একটি টুইটবার্তায় স্বামী অভদেশ্যানন্দ বলেন, ‘(কোতিডের বিরুদ্ধে) ভারতীয়দের সুরক্ষাই হল সবথেকে অগ্রাধিকারের বিষয়। করোনাভাইরাস মহামারীর জেরে আমরা সকল দেবতার বিসর্জন করে দিয়েছি। জুনা আখড়ার জন্য এবারের কুম্ভমেলা শেষ’। যদিও এটাকে বিলম্বিত বধোদয় বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, কুম্ভমেলায় উপস্থিত একের পর এক সান্নাসী করোনায় আক্রান্ত হচ্ছেন। এদিন সকালে প্রধানমন্ত্রী জুনা আখড়ার প্রধানের সঙ্গে ফোনে কথা বলার পর টুইটে লেখেন, ‘আচার্য মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী অভদেশ্যানন্দ গিরির সঙ্গে ফোনে কথা হল। সাধুসন্তদের স্বাস্থ্যের খবর নিলাম। সকলেই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন।  এজন্য সন্তজনদের কৃতজ্ঞতা জানাই। দু'টি শাহি স্নান  ইতিমধ্যেই হয়ে গিয়েছে। করোনা সঙ্কটের কথা মাথায় রেখে আমি অনুরোধ জানিয়েছি, আপাতত কুম্ভ প্রতীকী রূপেই উদযাপন করা হোক’। এর কিছু সময় পরই স্বামী অভদেশ্যানন্দ গিরি জানিয়ে দেন আপাতত কুম্ভমেলায় ইতি টানা হল।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.