খাস কলকাতায় আক্রান্ত বিজেপি প্রার্থী, চলল গুলি, ধুন্ধুমার বেলগাছিয়ায়

ফের আক্রান্ত বিজেপি প্রার্থী। এবার বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে বিজেপির  প্রচারসভায় আক্রান্ত হলেন কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়। মঞ্চ ভাঙচুর, বিজেপির পতাকা ছিঁড়ে প্রার্থীর উপর হামলার চলে বলেই অভিযোগ বিজেপির। আহত অবস্থায় শিবাজি সিংহরায়কে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে। তিনি ছাড়াও ঘটনাস্থলে ছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অভিযোগ, তাঁর গাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে অর্জুন সিংয়ের নিরাপত্তা রক্ষীরা শূন্যে গুলি চালায় বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় বেলগাছিয়া ট্রাম ডিপো এলাকা। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। ঘটনার পর ওই এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে।

 জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় বিজেপির একটি প্রচারসভা ছিল। তাতে যোগ দিতে গিয়েছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়। অভিযোগ, সেখানেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অর্জুন সিংয়ের অভিযোগ, তাঁর গাড়িতে আচমকাই হামলা করে কয়েকজন দুষ্কৃতী। কিছু বোঝার আগেই গুলির শব্দ শোনা যায়। হামলার ঘটনা প্রকাশ্যে আসতে নির্বাচন কমিশনে এ নিয়ে রিপোর্ট তলব করেছে। যদিও পুলিশের তরফে গুলিচালনার ঘটনা অস্বীকার করা হয়েছে। উল্লেখ্য, কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে ভোট আগামী ২৯ এপ্রিল। সূত্রের খবর, আহত বিজেপি প্রার্থীর মাথায় আঘাত লেগেছে, আপাতত তাঁর বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.