এ কোন ভাঙ্গর ?


 গানের কলি বদলে বলতে হচ্ছে " এ কোন ভাঙ্গর , যা দিনের চেয়েও আলোকময় "| শনিবার চতুর্থ দফা নির্বাচনে সবার নজরে ছিল ভাঙ্গর কেন্দ্র | নির্বাচনের আগে থেকেই তৃণমূল এবং আইএসএফ দলের মধ্যে উত্তাপ ছিল চরমে | ধারণা ছিল যে ভোটের দিন গন্ডগোল হবেই এবং সেই মতো কেন্দ্রীয় বাহিনী প্রচুর পুলিশ নামিয়েছিল, নজর ছিল নির্বাচন কমিশনের | কিন্তু সবার ধারণা পাল্টে দিলো ভাঙড়ের আমজনতা | শান্তির বাতাবরণ ছিল দিনভর | ভোটাররা দলবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যায় এবং সারাদিন ধরে ভোট দেয় | মাঝখানে একবার পীরজাদা  এসেছিলেন কিন্তু তাঁকে ঢুকতেই দেওয়া হয় না | আওয়াজ ওঠে বিজেপির দালাল দূর হাট | দিনের শেষে ৮৫.১২% ভোট পরে | প্রার্থী ছিলেন তৃণমূলের রেজাউল করিম, জোটের নৌশাদ সিদ্দিকী, বিজেপির সৌমি হাতি |  

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post