এবার করোনায় আক্রান্ত হলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের কোভিড ইউনিটে। রবিবার দুপুরেই তাঁর করোনা পরীক্ষা হয়। সন্ধ্যায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। যদিও তার আগেই ৬৬ বছরের কবিকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেলেঘাটা আইডি-র কোভিড ইউনিটের আইসোলেশন ওয়ার্ডেই প্রথমে রাখা হয়েছিল কবিকে। পরে রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। জানা যাচ্ছে, রবিবার সকালেই তাঁর কাঁপুনি দিয়ে জ্বর আসে। ফলে জয় গোস্বামী ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করিয়েছিলেন। জানা যাচ্ছে কবির স্ত্রী কাবেরী গোস্বামীরও মৃদু উপসর্গ রয়েছে। তাঁকেও হাসপাতালে রাখা হয়েছে পর্যবেক্ষণে। চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত স্থিতিশীল জয় গোস্বামী এবং তাঁর স্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন সাহিত্যিক কবি শঙ্খ ঘোষের।
Thank You for your important feedback