নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী, সিবিআই-কে বললেন ‘আমাকেও গ্রেফতার করতে হবে’

 

নারদ মামলায় সোমবার সকালেই রাজ্যের দুই মন্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল সিবিআই। এই খবর জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান কলকাতার নিজাম প্যালেসে। এখানেই সিবিআইয়ের আঞ্চলিক দফতর, যেখানে আনা হয়েছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। বেলা সাড়ে দশটার কিছু পরে নিজাম প্যালেসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তিনি সোজা চলে যান ১৪ তলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায়। এর কিছুক্ষণ পরই সেখান থেকে বেরিয়ে আসেন আইনজীবী অনিন্দ্য রাউত। উপস্থিত সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, সিবিআই আথিকারিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চাইছেন কেনই আচমকা এই গ্রেফতারি? আইনজীবী অনিন্দ্যবাবু আরও জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকে এটা স্পষ্ট করে দেন যদি ফিরহাদ-সুব্রত, মদনকে গ্রেফতার করা হয়, তাহলে তাঁকেও গ্রেফতার করতে হবে’। এর আগেই নিজাম প্যালেসে পৌঁছেছেন ফিরহাদ হাকিমের মেয়ে। তিনিও পরিস্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই গ্রেফতারি’। এদিন সকাল থেকেই কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় নিজাম প্যালেস। মোতায়েন করা হয় প্রচুর কেন্দ্রীয় বাহিনী, তাঁরা মূলত ঘিরে রেখেছেন নিজাম প্যালেসকে। বাইরে ভিড় জমিয়েছেন প্রচুর তৃণমূল কর্মী সমর্থক, তাঁরা ক্রমাগত বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post