প্রায় এক মাস পর দেশে দৈনিক সংক্রমণ নামল ৩ লাখের নীচে

প্রায় এক মাস পর দেশে দৈনিক সংক্রমণের হার ৩ লাখের নীচে নামল। যা কিছুটা হলেও স্বস্তির খবর বলেই মানছেন বিশেষজ্ঞরা। যদিও করোনার মৃতের সংখ্যা চার হাজারের উপরেই থাকল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৩৮৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪,১০৬ জন। গত এক সপ্তাহ ধরেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখের নীচে ছিল, এবার সেটা নেমে গেল তিন লাখের নীচেই। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে লকডাউনের ফল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কারণ দেশে গত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যাও কমল প্রায় ১ লাখের বেশি। মোট সক্রিয় রোগীর সংখ্যাও নেমে গিয়েছে ৩৫ লাখের নিচে। সবমিলিয়ে আশার আলো দেখছেন চিকিৎসকরা। দেশজুড়ে টিকাকরণ প্রক্রিয়াও চলছে জোরকদমে। গত ২৪ ঘন্টায় ৭ লাখ ৬ হাজার ২৯৬ জন টিকা পেয়েছেন। দেশে মোট টিকা পেলেন ১৮ কোটির বেশি মানুষ। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.