করোনা চিকিৎসা এবং টিকায় প্রয়োজন নেই আধার কার্ডের

এবার থেকে আধার কার্ড না থাকলেও কোনও করোনা রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না কোনও রোগীকে। এমনকি করোনার চিকিৎসা, ওষুধ এবং টিকার জন্যও লাগবে না আধার কার্ডের তথ্য। শনিবারই এই খবর জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এক বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ‘কোনও প্রয়োজনীয় পরিষেবা অস্বীকার করার অজুহাত হিসাবে আধার-কে অপব্যবহার করা উচিত নয়। আধারের জন্য একটি সুপ্রতিষ্ঠিত ব্যতিক্রম হ্যান্ডলিং মেকানিজম (ইএইচএম) রয়েছে এবং আধারের অভাবে সুবিধা এবং পরিষেবাদির সরবরাহ নিশ্চিত করার জন্য এটি অনুসরণ করা উচিত।  কোনও ব্যক্তি যদি আধার না রাখেন তবে আধার আইন অনুযায়ী তাঁকে প্রয়োজনীয় পরিষেবাগুলি থেকে বঞ্চিত করা উচিত যাবে না’। উল্লেখ্য, করোনার চিকিৎসা করাতে গিয়ে অনেকেই আধার না থাকার অজুহাতে ফেরত পাঠাচ্ছে হাসপাতালগুলি। এছাড়া করোনার টিকার জন্যও আধার দেখাতে হচ্ছে। সবমিলিয়ে সরব হয়েছিল বিরোধীরা। ফলে নড়েচড়ে বসে, বিবৃতি দিয়ে জানিয়ে দিল, করোনার টিকা নিতে গেলে Aadhaar number, driving licence, permanent account number (PAN), passport, pension passbook, NPR smart card এবং voter’s ID দিয়ে নাম নথিভুক্ত করলেই হবে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.