ভারতে কমছে দৈনিক সংক্রমণ, তবে চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যু

বিগত কয়েকদিন ধরেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান বলছে পরপর তিন দিন কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। শনিবারই দৈনিক আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২৬ হাজার মানুষ। যদিও এই পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিলেও মৃত্যুর হার কপালে চিন্তার ভাঁজ ফেলছে স্বাস্থ্যকর্তাদের। কারণ ফের দৈনিক মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনের। 


স্বস্তির খবর এই যে আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার হার বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন। ফলে মোট সুস্থতার সংখ্যা ২ কোটি পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লাখ ১৮ হাজার ৪৫৮ জন। বিশেষজ্ঞদের মতে, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মতো রাজ্যগুলিতে লকডাউন এবং কড়াকড়ির জেরেই দেশে করোনা সংক্রমণ কমছে। সেই সঙ্গে দেশজুড়েই চলছে করোনার টিকাকরণ। গত ২৪ ঘন্টায় দেশে মোট টিকা পেয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ৫৮৫ জন। ফলে টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৮ কোটি ২২ লাখ ২০ হাজার ১৬৪ জন। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post