ভারতের জাতীয় দল এবং আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে খেলা স্ট্রাইকার এখন পজিশন বদলে ডিফেন্ডারের ভূমিকায়। না ফুটবলের ডিফেন্স নয়, বরং অন্যকিছু। ফুটবল না খেললেও লাল-হলুদের স্ট্রাইকার জেজে লালপেখলুয়া নিজের রাজ্য মিজোরামে ব্যস্ত এক মহৎ কাজে। কী সেই কাজ? জেজে ব্যস্ত নদী পাহারায়। বলা ভালো মাছ চুরি ঠেকাতেই নদী পাহারা দিচ্ছেন জেজে। মিজোরামের তুইচাং নদীতে মাত্রাতিরিক্তভাবে মাছ চুরি হচ্ছে। যার ফলে ওই নদীতে মাছের জোগান কমে গিয়েছে। ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় মৎসজীবীরা। তাই এবার মাছ চুরি ঠেকাতে গ্রামের যুবকদের নিয়ে একজোট হয়ে নদী পাহারা দিচ্ছেন জেজে লালপেখলুয়া।
.@jejefanai stands watch with locals to stop overfishing 🎣 in Mizoram, ✍️ @soumo17
— Indian Football Team (@IndianFootball) May 15, 2021
Read 👉 https://t.co/CI9Q01xfY7#BackTheBlue 💙 #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/F4zag5Z9en
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেজে বলছেন, কয়েক বছরে অতিরিক্ত মাছ ধরার জন্যই আমাদের তুইচাং নদীতে মাছের সংখ্যা অনেক কমে গিয়েছে। এটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় মৎসজীবীদের বেঁচে আছেন এই নদীর ওপর ভর করে, তাঁদের খুব সমস্যা হচ্ছে।"তুইচাং নদীর তীরবর্তী টানা ৫০০ মিটার করে এলাকা চিহ্ণিত করে জেজেরা সেখানে মাছ ধরায় ফতোয়া জারি করেছেন। এর ফলে এখন মাছের সংখ্যা অনেকটাই বেড়েছে। তিনি আরও জানান, এখানে ২৪ ঘন্টাই পালা করে নদী পাহারা দেওয়ার পর থেকে নদীতে মাছের সংখ্যা বেড়েছে।
Post a Comment
Thank You for your important feedback