বাংলায় আংশিক লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ

শুক্রবারই রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবার এই সিদ্ধান্তে রাজ্য সরকারকে সমর্থন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবারই তিনি রাজ্যে আংশিক লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন। এদিন নিউটাউনে তিনি সাংবাদিকদের জানান, করোনা সংক্রমণ রুখতে এই পদক্ষেপ করেছে রাজ্য। পূর্ণ লকডাউন না করে আংশিক লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো লকডাউনে দেশের মানুষ সমস্যায় পড়েছিলেন। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন মানুষ, সেটা আমরা দেখেছিলাম। এরপরই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যের মানুষদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের আহ্বান, ‘এই কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ান’। 


অপরদিকে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। তাঁর নাম নিয়েও যে জল্পনা চলছে সেটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ আমার নাম হাওয়ায় ভাসিয়ে দিলে আমি কি করব? তিনি আরও বলেন, অনেকে তো আমার ব্যাপারে খারাপ কথা বলছেন। তবে কয়েকজন আমার ব্যাপারে ভাল কথাও বলছেন। আমি কিছুই বলছি না। আমি শুধু আমার কাজ করে যাচ্ছি। পাশাপাশি এদিনও তিনি দাবি করেন, ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী, বিজেপি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.