গঙ্গা থেকেই উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর দেহ, খুন নাকি আত্মহত্যা?

রবিবার সকালে প্রাতঃভ্রমণে নিজের গাড়ি নিয়েই বের হয়েছিলেন কড়েয়ার ব্যবসায়ী স্মরণকুমার বিড়লা। এরপর দ্বিতীয় হুগলি সেতুতে তাঁর গাড়িটি পাওয়া গেলেও খোঁজ ছিল না ব্যবসায়ীর। গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। অবশেষে রবিবার রাত ৯টা নাগাদ হাওড়ার নাজিরগঞ্জের কাছে গঙ্গায় রাত ৯টা নাগাদ ভেসে ওঠে তাঁর দেহ। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে দেহটি। নিখোঁজ ব্যবসায়ী স্মরণকুমারের পরিবারের লোকজন দেহ শনাক্ত করেন। তবে এটি খুন নাকি আত্মহত্যার ঘটনা সেটা নিয়ে ধন্ধ রয়েছে। দেহটি ময়নাতদন্ত করা হবে। তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগেই তিনি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে স্মরণকুমার করোনামুক্ত হলেও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এরজন্যই মানসিক অবসাদে ভুগছিলেন।  

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.