ভাটপাড়ায় ফের উত্তেজনা, রাতভর বোমাবাজি, বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

ভোট পরবর্তী হিংসায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া। শনিবার রাতভর চলল বোমাবাজি, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন, যারমধ্যে আশঙ্কাজনক একজন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাতে ভাটপাড়া থানা এলাকার বারুইপাড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। মুড়িমুড়কির মতো বোমাবাজি চলে বলে দাবি এলাকাবাসীর। বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন এক যুবক। তাঁর নাম জাভেদ খান (৩৫)। তবে স্থানীয়দের দাবি ওই যুবকের মৃত্যু হয়েছে, যদিও পুলিশ সরকারিভাবে স্বীকার করেনি মৃত্যুর খবর। তবে রাতেই ভাঙচুর করা হয়েছে চারটি বাড়ি এবং দুটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুস্কৃতীরা। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনেই গত বুধবার বোমাবাজি হয়। সেদিন অর্জুন সিং বিস্ফোরক অভিযোগ করেছিলেন তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চলছে। এরপর থেকে প্রায় রোজই নিয়ম করে বোমাবাজির ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.