রবিনসন স্ট্রিটের ছায়া, হাওড়ায় স্বামী ও বোনের মৃতদেহ আগলে মহিলা

বৃদ্ধ স্বামী এবং বোনের মৃত্যুর পরও তাঁদের মৃতদেহ আগলে বসে আছেন বৃদ্ধা। অনেকটা কলকাতার রবিনসন স্ট্রিট কাণ্ডের মতোই। এবার ঘটনাস্থল হাওড়ার ওলাবিবিতলা এলাকা। মৃতদের নাম নীতিশ রঞ্জন মন্ডল(৭৫) এবং তাঁর শ্যালিকা অনিতা ঘোষ (৬০)। দুজনের দেহ আগলে বসে ছিলেন নীতিশ রঞ্জন মণ্ডলের স্ত্রী পাপড়িদেবী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই ওই পরিবারের কাউকে দেখতে না পেলে এলাকার বাসিন্দারা আজকে তাদের খোঁজখবর নিতে শুরু করেন। কারণ শুক্রবার সকাল থেকেই ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করে। স্বভাবতই সন্দেহ হয় স্থানীয়দের, কৌতুহলের বশবর্তী হয়েই তাঁরা ওই বাড়িতে যান। গিয়েই তাঁরা জানতে পারেন এই ঘটনা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় হাওড়া চ্যাটার্জিহাট থানায়। পুলিশ এসে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 


পুলিশ সূত্রে জানা গেছে, ২১/৩ ওলাবিবিতলা লেনের তিন তলার একটি ঘরে ভাড়া থাকতেন ওই পরিবার। তাঁদের এক সন্তান দীর্ঘদিন ধরেই মানসিক রোগের শিকার। সম্প্রতি তাঁকে চিকিৎসার জন্য অ্যাসাইলামে পাঠানো হয়েছিল। তবে বেশ কয়েকদিন ধরেই পরিবারের কাউকে দেখা যাচ্ছিল না এলাকায়। তবে ঠিক কিভাবে তাঁদের মৃত্যু হয়েছে সেটা জানাতে পারেননি পাপড়িদেবী। তাঁকেও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তাঁদের আত্মীয়দের খোঁজখবর শুরু করেছে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের বক্তব্য, হাওড়ার বুকে এই ঘটনা কলকাতার রবিনসন স্ট্রিটের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। সেইসঙ্গে করোনাকালে এই ধরণের ঘটনায় এলাকাবাসী যথেষ্টই আতঙ্কিত।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post