এবারে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা শান্তিপুর পৌরসভার প্রশাসক অজয় দে। সদালাপী এবং এলাকায় জনপ্রিয় মানুষ ছিলেন অজয়বাবু। টানা তিন দশকের কোনও না কোনও সময়ে তিনি ওই পৌরসভার চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন কংগ্রেস দল করেছেন। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের সাথে জোট করেছিলেন তখনও তিনি কংগ্রেস করতেন। পরে মুকুল রায়ের হাত ধরে ২০১২ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আজকের শান্তিপুর টাউনের প্রবল উন্নতি অজয়বাবুর হাত ধরেই। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। জানা গিয়েছে তাঁর উচ্চ রক্তচাপ ও হাই সুগার ছিল। কয়েকদিন লড়াই করে তাঁর প্রিয় নেতা রাজীব গান্ধীর মৃত্যুর দিনই চলে গেলেন শান্তিপুরের অজয় দে।
চলে গেলেন সদালাপী অজয় দে
0
May 21, 2021
Tags
Thank You for your important feedback