‘মমতার জন্যই ভবানীপুর ছাড়লাম’, পদত্যাগ করে বললেন শোভনদেব


ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক পদে পদত্যাগ করলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে একুশের বিধানসভায় বিজেপির রুদ্রনীল ঘোষকে ৫০ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন তিনি। তাঁকে মন্ত্রীও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল শোভনদেববাবুকে। শুক্রবার তিনি ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ করে বলেলন, ‘দলনেত্রীকে আসন ছেড়ে দিতেই তিনি ইস্তফা দিলেন’। এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন শোভনদেববাবু। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই মমতা উপনির্বাচনে লড়াই করবেন।


উল্লেখ্য, ২০১৬ বিধানসভায় এই ভবানীপুর থেকেই জিতেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একুশের ভোটে তিনি নন্দীগ্রামে দাঁড়ান। কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে অল্প ভোটে হারেন। ফলে তাঁকে আগামী ৬ মাসের মধ্যে কোনও একটি আসন থেকে জিতে বিধানসভায় আসতেই হতো। ফলে তিনি হয়তো পুরোনো আসনেই উপনির্বচনে লড়তে চাইছেন। সেই কারণেই পদত্যাগ শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর বক্তব্য, আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রীই আছেন উনি। আমার ইচ্ছা এখান থেকেই লড়ে ফের মুখ্যমন্ত্রী হোন মমতা বন্দ্যোপাধ্যায়ই। আর এরপর দল আমার জন্য যা সিদ্ধান্ত নেবে, সেটাই বিশ্বস্ত সৈনিকের মতো মাথা পেতে নেব।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post