করোনা জয় করে বাড়ি ফিরল ৮ দিনের একরত্তি

মাত্র ৮ দিন বয়েসেই করোনায় আক্রান্ত হয়েছিল একরত্তি। কিন্তু ভালো খবর এই যে ১৫ দিনের মধ্যেই করোনা জয় করে বাড়ি ফিরলো সেই সদ্যজাত। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আট দিনের নবজাতক সংক্রমিত হয়েছিল করোনায় আক্রান্ত মায়ের থেকে। এরপর দিন পনেরো করোনার সঙ্গে লড়াই চালাল একরত্তি শিশুটি। গাজিয়াবাদের যশোদা হাসপাতালে চলে চিকিৎসা। সংবাদ সংস্থা এএনআই-কে ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান প্রসবের আগে মহিলা কোভিড নেগেটিভ ছিলেন। সুস্থ সন্তানের জন্ম দিয়ে বাড়ি ফিরে যান। এরপরই করোনা সংক্রমিত হন। ৮ দিনের বাচ্চাটিও পজিটিভ হয়। ১৫ দিন হাসপাতালে ভর্তি ছিল। এখানেই চিকিৎসা করা হয়। এখন বাচ্চাটি কোভিড মুক্ত। বাড়িও ফিরে গিয়েছে। অপরদিকে উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় ৩৪,৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে যোগী আদিত্যনাথের রাজ্যে ৩ লাখ ১০ হাজার ৭৮৩ জন সক্রিয় রোগী চিকিৎসাধীন। মৃতের সংখ্যাও প্রচুর। এরমধ্যেই ৮ দিনের শিশু করোনা জয় করায় কিছুটা হলেও ভালো খবর বলে মনে করছেন নেটিজেনরা।  (প্রতিকী চিত্র...)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.