জলযানের সংখ্যা বাড়াচ্ছে এবার রাজ্যের পরিবহন দপ্তর

 

করোনার জের লোকাল ট্রেন কম।এদিকে বাসও চলছে সংখ্যায়  কম।অফিস যেতে সমস্যায় যাত্রীরা।তাই এবার জলপথে যাত্রীরা যাতে করোনাবিধি মেনে কলকাতায় আসাযাওয়া করতে পারেন তাই গঙ্গার একাধিক ঘাট থেকে মাঝে মাঝে জলযান  চালাবে রাজ্যের পরিবহন দপ্তর। এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম । কোভিডবিধি মেনেই চলবে জলযান। গতবছর লক়ডাউন উঠে গেলে ও অনেক পরে চালু হয়েছে ট্রেন।যাত্রীরা এই জলযানে যাতায়াত ছিল যাত্রীদের। অন্যদিকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানাচ্ছেন দপ্তরের কর্তারা। একই সঙ্গে বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক জায়গা থেকে কলকাতাগামী বাসও চালু করা হবে বলে জানা গিয়েছে। যাত্রীদের সুবিধার্থে বাড়ছে বাসের সংখ্যা ও।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.