গত মরশুমেই লাল-হলুদ জার্সিতে আইএসএল খেলেছেন অ্যান্থনি পিলকিংটন। নজরও কেড়েছিলেন তিনি। এবার তাঁর ছেলে আরও বড় সুযোগ পেল। মাত্র আট বছরের খুদে লুকা পিলকিংটন সই করল ম্যাঞ্চেস্টার সিটি জুনিয়র টিমে। ফলে সন্তানের কৃতিত্বের কথা গর্বিত বাবা নিজেই জানালেন সোশাল মিডিয়ায়। অ্যান্থনি পিলকিংটন নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন, তাঁর ছেলে ইংল্যান্ডের বিশ্ববন্দিত ফুটবল ক্লাবে খেলার সুযোগ পেয়েছে। সেই সঙ্গে ক্লাবে সই করার সময়ের ছবিও শেয়ার করেছেন তিনি। পিলকিংটন ইনস্টাগ্রামে লিখলেন, ‘লিটল ম্যান লুকা ম্যান সিটি-তে সই করায় তোমার জন্য খুব খুব গর্বিত। আমরা তোমাকে খুব ভালবাসি। এই ক্লাবে নিজের খেলা উপভোগ করো’। উল্লেখ্য, ২০০৪-০৫ মরসুমে সিনিয়র পিলকিংটন খেলেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুব দলে। পরে বড় ক্লাব বলতে ইপিএলের নরউইচ সিটি ও কার্ডিফ সিটিতে খেলেছেন তিনি।
বাবা খেলেছেন ইস্টবেঙ্গলে, ছেলে সুযোগ পেল ম্যাঞ্চেস্টার সিটিতে
0
May 21, 2021
Tags
Thank You for your important feedback