দ্বিতীয় ঢেউয়ে দেশে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রবল আকার নিচ্ছে ভারতে। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণে। প্রতিদিনই কোভিড সংক্রমণ বেড়ে চলায় রীতিমত আতঙ্কে দেশবাসী। করোনার নয়া স্ট্রেন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। শুক্রবার ফের চার লাখ পেরোল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে,একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ১৮৮। দৈনিক মৃত্যু পৌঁছে গিয়েছে ৪ হাজারের দোরগোড়ায়। মৃতের সংখ্যা ৩ হাজার ৯১৫। বৃহস্পতিবার দেশে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের। শুক্রবার তা সামান্য কমে ৩ হাজার ৯১৫। করোনা আক্রান্ত হয়ে দেশে মোট প্রাণ গিয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৮৩ জনের। মৃত্যুর সংখ্যায় মেক্সিকোকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় স্থানে ভারত। তবে একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৩১ হাজার ৫০৭ জন। ইতিমধ্যেই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৪৫ হাজার ১৬৪ জন। 

কোভিড মোকাবিলায় দেশে চলছে টিকাকরণ। একদিনে টিকা পেয়েছেন ২৪ লক্ষ ৫৯ হাজার ৭১৯ জন মানুষ। মোট ১৬ কোটি ৪৯ লক্ষের বেশি টিকার দেওয়া হয়েছে দেশবাসীকে। তবে টিকাকরণের গতি যে যথেষ্টই কম তা মেনে নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।

করোনার ভয়াবহ পরিস্থিতি ভারতের পাশে দাঁড়িয়েছে পশ্চিমের দেশগুলি। ইতিমধ্যেই বিদেশ থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর, ওষুধপত্র এবং অন্যান্য মেডিকেল সাপ্লাই আসতে শুরু করেছে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.