গ্রামবাসীদের সঙ্গে বচসার মধ্যেই গুলি চালাল বিএসএফ, উত্তেজনা হিলিতে

ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীদের সাথে বিএসএফের তর্কাতর্কি ও বচসার জেরে উত্তেজনা। বুধবার সকালে এই ঘটনার জেরে গুলি চালিয়ে দেয় বিএসএফ জওয়ানরা। তাতেই এক গ্রামবাসী আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ভারত- বাংলাদেশ সীমান্তের নিচা গোবিন্দপুর গ্রামের। সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয়েছেন আশরাফুল মোল্লা (২৭), তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। আশরাফুল এদিন সকালে কিছু প্যাকাট নিয়ে সীমান্তের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। এই সময় সেখানে জড়ো হয়ে যায় বেশ কয়েকজন গ্রামবাসী। তাঁরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে দেন। অভিযোগ, এরপরই গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে বিএসএফ ছররা গুলি চালিয়ে দেয়। তাতেই আহত হন আশরাফুল। পরে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়েই সেখানে যায় হিলি থানার পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.