দেশে দৈনিক সংক্রমণ কমলেও একদিনে রেকর্ড মৃত্যু


দেশে দৈনিক সংক্রমণ কমছে, সুস্থও হচ্ছেন লাখের ওপর। কিন্তু করোনায় মৃত্যুর হার বাড়ছে দিন দিন। যা নিয়ে চিন্তায় স্বাস্থ্য কর্তা থেকে শুরু করে চিকিৎসক মহল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯৫ জন। ফলে স্বাভাবিকভাবেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। বিগত কয়েকদিন ধরেই দেশে দৈনিক আক্রান্তের থেকে সুস্থতার হার বেশি। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ৩০ লাখ ২৭ হাজার ৯২৯ জন। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর হার। কারণ গত ২৪ ঘন্টায় ভারতে করোনার থাবায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। ফলে মোট মৃত্যু দাঁড়াল ২ লাখ ৯১ হাজার ৩৩১ জনে। 


স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বেশ কয়েকটি রাজ্যে লকডাউন জারি করার পরই করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। পাশাপাশি টিকাকরণের কাজও চলছে দেশে। এখনও পর্যন্ত দেশের ১৯ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৫০৩ জন মানুষ করোনার টিকা পেয়েছেন। পরিস্থিতি যদি একই থাকে তবে জুন মাসের মধ্যেই সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রনে চলে আসবে। শর্ত একটাই সঠিক দূরত্ববিধি মেনে চলা এবং টিকাকরণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলা। নাহলে ফের করোনার তৃতীয় ঢেউ আছড়ে পরতে পারে দেশে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.