সোমবারই বাজারে আসছে DRDO-র তৈরি করোনার নতুন ওষুধ

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও শত্রুপক্ষের সঙ্গে লড়াইয়ের সাজ সরঞ্জাম তৈরি করে থাকে। এবার তাঁরা করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের ওষুধও তৈরি করে ফেলল। সোমবারই তা উদ্বোধন করবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ডিআরডিও সূত্রে জানানো হয়েছে নতুন এই করোনার ওষুধের নাম টু ডিজি (2-DG) বা টু ডিঅক্সি ডিগ্লুকোজ। সংস্থা আরও জানিয়েছে, ইতিমধ্যেই তাঁদের ল্যাবরেটরিতে এই ১০ হাজার অ্যান্টি কোভিড ড্রাগ তৈরি হয়ে গিয়েছে। সোমবারই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মহার্ঘ ওষুধ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 


জানা যাচ্ছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) যৌথ উদ্যোগে তৈরি এই ওষুধ তৈরি করেছে। আরও জানা গিয়েছে, ২ ডিজি ওষুধটি অনেকটা গ্লুকোজের মতো। বাজারে পাউডার হিসেবে মিলবে এই ওষুধ এবং খেতে হবে জলে গুলে। সম্প্রতি ক্লিনিক্যাল ট্রায়ালের পর এই অ্যান্টি কোভিড ড্রাগ টু ডিজি-কে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)। ডিআরডিও জানিয়েছে, আগামীদিনে এই ওষুধ যাতে বাজারে সহজসাধ্য হয় তাঁর জন্য যথাসাধ্য প্রচেষ্টা করছেন সংস্থার বিজ্ঞানী এবং কর্মীরা।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.