বাতিল নয়, করোনা কমলেই হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকঃ শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণ কমলেই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলেই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১ জুন এবং ১৫ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল এই রাজ্যেও। ক্রমশই উর্ধ্বমুখী রাজ্যের করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্য জুড়েই চলছে কার্যত লকডাউন। এটা চলবে ৩১ মে পর্যন্ত। ফলে পরদিনই মাধ্যমিক পরীক্ষা শুরু করা কার্যত অসম্ভব ছিল। ফলে স্থগিত রাখা হয় দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। 

এর আগে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কড়া বিধিনিষেধের (কার্যত লকডাউন) ফলে পরীক্ষার আয়োজন ও অন্যান্য কাজে সময় লাগবে। তার ফলে জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না। শিক্ষা দফতর সংশ্লিষ্ট পর্ষদ, বোর্ড, সংসদের সঙ্গে কথা বলে যথার্থ সময় যথাসাধ্য প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বৃহস্পতিবার নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই দুটি পরীক্ষার আয়োজন নিয়ে বৈঠক করেন। পরে সাংবাদিক সম্মেলনে জানান পরীক্ষার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন। তিনি যা মতামত দেবেন সেটা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলবেন। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.