শপথের আগে বিধায়কদের বাড়তি দায়িত্বের বার্তা মমতার

জয়ের হ্যাটট্রিক গড়ে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তার আগে সোমবার তৃণমূল ভবনে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকে তিনি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, লড়াই কঠিন ছিল, আপনারা যোগ্য জবাব দিয়েছেন। জয়ী হয়েছেন, দায়িত্ব অনেক বেড়েছে। এদিনই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রথা মেনে মমতার সরকারকেই কাজ চালিয়ে যেতে বলেন রাজ্যপাল।  

৬ ও ৭ মে শপথ নেবেন রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়করা। তবে করোনার আবহের কথা মাথায় রেখে শপথগ্রহণ অনুষ্ঠান অনাড়াম্বর করার আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, মমতার তৃতীয় মন্ত্রিসভা গঠন হতে পারে ৯ মে। ওই দিনই শপথ নিতে পারেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রী হতে পারেন বেশ কিছু নতুন মুখ, বাদ পড়তে পারেন একাধিক পুরনো মুখ। তবে দফতর বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের পরিষদীয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আবারও স্পিকারের আসনে বসতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়।   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.