করোনা আবহে এবার পিছিয়ে গেল UPSC পরীক্ষা

করোনা ভাইরাসের দাপট অব্যহত। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। এই পরিস্থিতিতে ২০২০ সালের মতোই পিছিয়ে দেওয়া হল ইউনিয়ন সিভিল সার্ভিস কমিশনের (UPSC) পরীক্ষা। বৃহস্পতিবারই কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার নতুন দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ঠিক ছিল ২৭ জুন থেকে শুরু হবে ইউপিএসসি পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে সেই দিন থেকে আর পরীক্ষা হবে না। জানানো হয়েছে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে ইউপিএসসি পরীক্ষা। 


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসনিক স্তরে আমলা নির্বাচন হয়ে থাকে। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষায় সফল হওয়া রীতিমতো চ্যালেঞ্জ পরীক্ষার্থীদের কাছে। কিন্তু করোনা অতিমারীর জেরে গত বছরও পিছিয়ে গিয়েছিল পরীক্ষা। এবছরও প্রায় চারমাস পিছিয়ে গেল গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। অধিকাংশ রাজ্যেই চলছে লকডাউন, এই পরিস্থিতিতে পরীক্ষা হওয়া নিয়ে সংশয়ে ছিলেন পরীক্ষার্থীরা। এবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল নতুন দিনক্ষণ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.